ময়মনসিংহে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রদলের আয়োজনে ১ জানুয়ারী বিকাল ৩ টায় নতুন বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে র্যালী শুরু হয়। বেলুন ও পায়রা উড়িয়ে র্যালীর শুভ উদ্বোধনী হয়।
বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্ত্বরে এসে সমাপ্ত হয়।
র্যালী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বাবলু,সাংগঠনিক সম্পাদক আলম, সদস্য সচিব মো: রোকনুজ্জামান সরকার রোকন, জেলা ছাত্রদলের সভাপতি রানা,মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবীন সহ বিএনপির অঙ্গ সংযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।