জাতীয়

ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ক্লাবের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ক্লাব উপদেষ্টা এবং সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সোমবার সন্ধায় প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে এ সভায় প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অধ্যক্ষ লে.কর্নেল (অব) ড. মো.শাহাব উদ্দীন এতে সভাপতিত্ব করেন।

সভায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অতিরিক্ত এসপি মো. মামুন রানার পরিচালনায় প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্ঠা প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. চান মিঞা, সাংবাদিক এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, আব্দুল কাদের চৌধূরী (মুন্না), সমন্বয়কারী শেখ মহিউদ্দিন আহম্মেদ, প্রকৃতি ও জীবন ক্লাবের সাংগঠনিক সম্পাদক উসমান গণি সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. কুদরতে এলাহী, ক্লাব সদস্য হাসান মুনির, আনিচুর রহমান, আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।

সভায় বৃক্ষরোপনে প্রকৃতি ও জীবন ক্লাব ময়মনসিংহকে ৪র্থ স্থান হিসেবে নির্বাচিত করায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যানকে ধন্যবাদ জ্ঞাপন করে আগামী আরো ব্যাপকভাবে বৃক্ষরোপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। পাশাপাশি ময়মনসিংহের প্রতিটি উপজেলায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন বিষয়ে সচেতনামূলক সভা করা, আগামী ২৫ জানুয়ারী ফুলবাড়ীয়া উপজেলার কমিটি গঠন ও বড়বিলায় বৃক্ষরোপন বিষয়ে সচেতনামূলক সভার করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি