অর্থনীতিজাতীয়

ময়মনসিংহে বিদেশী মদ ও প্রাইভেটকারসহ র‌্যাবের হাতে আটক ৩

শহর প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ পশ্চিম বাজার ও পাটগুদাম ব্রীজ এলাকা হতে বিদেশী মদ ও একটি প্রাইভেটকার‘সহ ০৩ (তিন) জনকে গ্রেফতার করা হয়েছে। ১৯ মার্চ র‌্যাব ১৪ এর পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

শম্ভুগঞ্জ পশ্চিম বাজার এলাকা হতে গাজীপুর জেলার কালিগঞ্জ থানার পাড়ার টেক এলাকার ইদু মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া (৩১) কে ২০২(দুইশত দুই) বোতল বিদেশী মদ ও কালো রংয়ের একটি প্রাইভেটকার‘সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের ওজন ১৩৩ লি: ৫০০ মি:লি: এবং আনুমানিক বাজার মূল্য ১৭,৮০,০০০/- (সতের লক্ষ আশি হাজার) টাকা।

এদিকে পাটগুদাম ব্রীজের পশ্চিম পাড় জয়বাংলা চত্ত্বর সংলগ্ন এলাকা হতে ১১ (এগারো) বোতল বিদেশী মদ‘সহ নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার কৃষ্ণের চর এলাকার কৃষ্ণ রাজ ধরের ছেলে সজিত রাজ ধর(১৯) ও জালাল খানের ছেলে মো: শিপন খান (১৯) গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের ওজন ৮ লি: ২৫০ মি:লি: এবং আনুমানিক বাজার মূল্য ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা। এ অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব ১৪ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১৪, ময়মনসিংহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় বিপুল পরিমাণ বিদেশী মদের চালান ময়মনসিংহ জেলার তারাকান্দা রোড হতে শহরের উদ্দেশ্যে রওনা করেছে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অধিনায়ক নির্দেশক্রমে এ অভিযান পরিচালনা করা হয়। উক্ত বিষয়ে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়েরপূর্বক আসামীসহ আলামত হস্তান্তর করা হয়েছে।