ময়মনসিংহে মিষ্টির দোকান ও কারখানার শ্রমিক কর্মচারীদের দাবী মেনে নেয়ার আহবান সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের
ময়মনসিংহ শহরের মিষ্টির দোকান ও কারখানায কর্মরত শ্রমিক কর্মচারীদের চলমান দাবী সাপ্তাহিক ছুটি, ওভারটাইম, বাৎসরিক ছুটি ইত্যাদি মেনে নেয়ার আহবান জানিয়ে যুক্ত বিবৃতি দিয়েছেন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহ এর ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হান্নান আল আজাদ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম আকাশ।
যুক্ত বিবৃতিতে তারা বলেন, গত ২৮ এপ্রিল ২০২৩ তারিখ হতে ময়মনসিংহ শহরের বিভিন্ন মিষ্টির দোকান ও কারখানায় কর্মরত শ্রমিক কর্মচারীগণ সাপ্তাহিক ছুটি, ওভারটাইম, বাৎসরিক ছুটি ইত্যাদি বাস্তবসম্মত দাবীতে ধারাবাহিক নিয়মতান্ত্রিক ধারায় আন্দোলন করে যাচ্ছেন। কিন্তু মালিক কর্তৃপক্ষের টালবাহানা ও অনমনীয় মনোভাবের কারণে শ্রমিক কর্মচারীদের দাবী বাস্তবায়নে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এমতবস্থায়, শ্রমিক কর্মচারীদের চলমান দাবীসমূহ মেনে নিয়ে বিদ্যমান অচলাবস্থা নিরসনকল্পে এগিয়ে আসার জন্য মালিক কর্তৃপক্ষের আহবান জানান সমাজ রূপান্তরের সংগঠকবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি
Muchas gracias. ?Como puedo iniciar sesion?