অন্যান্যজাতীয়

ময়মনসিংহে রেলপথ অবরোধ করে ট্রেন আটকিয়ে বিক্ষোভ করেছে বাকৃবি’র শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার ঃ কোটা বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারাদেশে শিক্ষার্থীরা বাংলা ব্লকেড পালন করছে। তারই অংশ হিসেবে ময়মনসিংহে রেলপথ অবরোধ করে ট্রেন আটকিয়ে বিক্ষোভ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বুধবার (১০ জুলাই) সকালে ক্যাম্পাসে কোটা বিরোধী বিক্ষোভ শেষে জব্বারের মোড় এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকিয়ে এ বিক্ষোভ করছেন তারা।

শিক্ষার্থীরা জানান, আজ আদালত তাদের দাবীর পক্ষে রায় না দিলে এ আন্দোলন চলমান থাকবে। 

এ সময় বিভিন্ন তথ্য তুলে ধরে শিক্ষার্থীরা বলেন,আমরা আশা করছি সরকার আমাদের যৌক্তিক দাবী মেনে নিয়ে আমাদের পড়ার টেবিলে যেতে সহায়তা করবে।

ট্রেন অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।