ময়মনসিংহে সংস্কৃতিকর্মীদের মাঝে চেক বিতরণ
স্টাফ রিপোর্টার ঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ১০৫ জন সাংস্কৃতিক ব্যক্তির অনুকূলে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১২ জুলাই অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে জুম ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু।
তিনি বলেন, করোনার এ মহামারীতে সাংস্কৃতিক কর্মীরা ক্ষতিগ্রস্থ হয়েছে বেশি হওয়ায় দেশে ৬৪ টি জেলায় সংস্কৃতিকর্মীদের মধ্যে এ আর্থিক প্রণোদনা দেয়া হচ্ছে। ময়মনসিংহের প্রতি তার একধরনের আবেগ কাজ করে। তিনি আরো ১১০ জন শিল্পীদের তালিকা প্রেরণের জন্য নির্দেশনা দেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড মোয়াজ্জেম হোসেন বাবুল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, নৃত্যপ্রশিক্ষক নাজমুল হক লেলিন, বাবলী আকন্দ।
স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার হামিদুর রহমান, কবি আমজাদ দোলন, নৃত্য প্রশিক্ষক মানস তালুকদার, মিজানুর রহমান মিজান, কণ্ঠশিল্পী সাজু আহমেদ, মিজান বাওলা, অভিনয়শিল্পী জ্যোৎস্না বেগম, তবলাশিল্পী প্রবির, অভিনয়শিল্পী আবুল মনসুর, গিটারিস্ট আসাদুজ্জামান রাজিব প্রমুখ। পরে স্বাস্থ্য বিধি মেনে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ৫০০০/-( পাঁচ হাজার) টাকার চেক উপস্থিত ১২ জনের হাতে তুলে দেন। অন্যান্যদের চেক শিক্ষা শাখা থেকে দেয়া হবে বলে জানানো হয়।