জাতীয়

ময়মনসিংহে ২০ টি ভারতীয় মদের বোতলসহ গ্রেফতার ২

শহর প্রতিনিধি: ময়মনসিংহে ২০ টি ভারতীয় মদের বোতলসহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ২২ ডিসেম্বর সকালে ময়মনসিংহ নগরীর কালিবাড়ী পুরাতন গোদারাঘাট বেড়ী বাঁধ হতে এদের গ্রেফতার করা হয়। আসামীরা হচ্ছে,হালুয়াঘাটের কড়ইতলী এলাকার মৃতঃ-আঃ হামিদ এর ছেলে ফারুক হোসেন (২৯) ও ময়মনসিংহের চরঈশ্বরদিয়ার আঃ করিম এর ছেলে মোঃ হৃদয় মিয়া (২৬)।

ডিবি পুলিশ সূত্র জানায়,গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী মোঃ ফারুক হোসেন (২৯)এর বিরুদ্ধে ০১টি মাদক মামলা আছে।

অভিযান পরিচালনা করেন এসআই(নিঃ) মোঃ ফারুক আহম্মেদ সংগীয় অফিসার ও ফোর্স।

উদ্ধারকৃত ২০ টি ভারতীয় মদের বোতল উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন
আসামীর বিরুদ্ধে কোতোয়াল মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ
আদালতে সোপর্দ্দ করা হয়েছে।