ময়মনসিংহে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই জন
শহর প্রতিনিধি ঃ ময়মনসিংহে ৪ হাজার পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৪ ডিসেম্বর) নগরের মাসকান্দা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন।
গ্রেফতারকৃত দুজনের নাম আবদুল কাইয়ুম (৩০) ও আমিরুল ইসলাম (৩৫)। আবদুল কাইয়ুম তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের তিলাটিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। আর আমিরুল ইসলাম গৌরীপুরের শাহাবাজপুর গ্রামের মৃত আদবদুল কাদিরের ছেলে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা, ১ লাখ ৭৫ হাজার টাকা ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, ‘অভিযানের বিষয়টি টের পেয়ে চক্রটির প্রধান পালিয়ে গেছে। চক্রটির প্রধানের নাম প্রকাশ না করলেও ইতেপূর্বে তার বিরুদ্ধে মামলা রয়েছে। টেকনাফ থেকে এ চক্রটি ইয়াবার চালান নিয়ে আসত। এ নিয়ে আইনি পদক্ষেপ গ্রহন হচ্ছে।’