জাতীয়বিজ্ঞান ও প্রযুক্তিশিক্ষা ও সংস্কৃতি

ময়মনসিংহে ৮ দিনব্যাপি বিজ্ঞানমেলা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (৭ জানুয়ারি/২৫) উপজেলার জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্যোগে ৮দিনব্যাপি বিজ্ঞানমেলা সমাপ্ত হয়েছে। গত ৩১ডিসেম্বর মাত্র ছয়টি ব্লেড! একটি স্লাইড; একটি ব্যাটারী আর কিছু তারের সমন্বয়ে ক্ষুদে বিজ্ঞানীরা আবিস্কার সৌর বিদ্যুৎ প্যানেল যা দর্শনার্থী, শিক্ষক আর অতিথিদের বিস্মৃত করে। মেলায় ৪জন বিজ্ঞানীর নামে ৪টি স্টল বসে।

সমাপনি দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাজমা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা ইয়াসমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, ফারজানা জান্নাত খান। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুফিয়া কামাল, মোহাম্মদ ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, শিউলী রানী সরকার, তাহমিনা আক্তার, শারমিন সুলতানা, মর্জিনা আক্তার, লিয়া সুলতানা, মুন্নী আক্তার।
মেলায় এ প্রযুক্তি উপস্থাপন করেন ‘বিজ্ঞানী গ্যালিলিও’ নামক স্টলের ৫ম শ্রেণির বিদায়ী শিক্ষার্থী আল রাফি ও আবিদ হাসান। ক্ষুদে বিজ্ঞানী আর রাফি জানায়, এ আবিস্কারের মাধ্যমে আমরা দুর্যোগময় এলাকায় নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব। খরচ কম, বাড়তি ঝামেলা নেই। সাশ্রয়ী হওয়ায় এ প্রযুক্তি ছড়িয়ে দেয়া সম্ভব। এ স্টলে আরও উপস্থাপন করা হয় দুরবীনশক্তি, পানির সঙ্গে মিশ্রণে পেট্টোল গ্যাসের সাশ্রয়ী ব্যবহার ও পরিকল্পিত আধুনিক বাড়ি, বর্জ্য থেকে কম্পোস্ট সার উৎপাদন ও বায়োগ্যাস তৈরি। এ দলে আরও অংশ নেয় আলী আশরাফ আলিফ, রাতুল হাসান রামিম, ত্বহা রহমান, সামীউল ইসলাম ফাইয়াজ, আব্দুল আল মুবিন।

অপরদিকে ‘বিজ্ঞান জগদীশ চন্দ্র বসু’র নামের স্টলে ছিলো পরিকল্পিত নগরায়ন, বাতাসের সাহায্যে আবর্জনা সংরক্ষণ ও পরিচ্ছন্ন ক্লাস রুম করার যন্ত্র। এছাড়াও প্রদশনীতে দেখানো হয় পানির বৃদ্ধি’র সঙ্গে নদ-নদীতে বিপদজ্জনক সতর্কের যন্ত্র। এ গ্রুপে ছিলো ক্ষুদে বিজ্ঞানী আবু নিহাদ মিমসাদ, মাজহারুল ইসলাম নাফিম, তাসফিক ইসলাম অরণ, সামিউল আবির আদনান, ইফফাজ খান ঝুমান, মোমেন শাহরিয়ার ইউসুফ। বিজ্ঞানী আইনস্টাইন নামক স্টলে ছিলো পানির সঙ্গে পেট্টোল মিশ্রণে চুল্লীতে সাশ্রয়ী পেট্টোল গ্যাস ব্যবহার, কাঁচের মাধ্যমে বড়পর্দায় মোবাইলে স্কিন বড় করে দেখা, পানি বিশুদ্ধকরণ, বাতাসের ওজন, শক্তি ও কার্যকারিতা তুলে ধরা হয়। এ গ্রুপে দায়িত্ব পালন করেন মাহিনুর খন্দকার রাইয়া, তাহমিদা ইসলাম তৃপ্তি, সাদিয়া ইসলাম মাইশা, ফারিয়া আক্তার, ফাতিন নূর নিহাল।