জাতীয়

ময়মনসিংহ বালি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ বালি শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র এর অন্তর্ভূক্ত (রেজি নং- ঢাকা ৪০৩২) এর সাধারণ সভা ২২ ডিসেম্বর ময়মনসিংহ কাচারীঘাট চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় ভারপ্রাপ্ত সভাপতি মো:আবুল কাশেসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো:মকবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মো: রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মাহবুব বিন ছাইফ, ময়মনসিংহ জেলা কমিটির আইন উপদেষ্টা এ্ডভোকেট এমদাদুল হক মিল্লাত, সাধারণ সম্পাদক মো: আব্দুর রাজ্জাক, জেলা কমিটির কার্যকরী সভাপতি শ্রী কমল বসাক, ময়মনসিংহ বালু ব্যবসায়ী সমিতির সভাপতি মো: শামসুদ্দিন শামসু, ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি গোকুল সূত্রধর মানিক, সাংবাদিক আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর, শ্রমিক নেতা রুবেল মিয়া সহ প্রমুখ।

সাধারণ সভায় বক্তারা বালি শ্রমিকদের ন্যায্য দাবী মানা না হলে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান। এ সময় ময়মনসিংহ বালি শ্রমিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।