ময়মনসিংহ মহানগর কৃষকদলের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
শহর প্রতিনিধি: ময়মনসিংহ মহানগর কৃষকদলের উদ্যোগে ২৪ ডিসেম্বর ইং মঙ্গলবার সন্ধ্যায় ৬.০০ ঘটিকায় কৃষ্ণচূড়া চত্বরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর কৃষকদলের আহ্বায়ক কৃষিবিদ আবুল খায়ের দীপু, সদস্য সচিব সুলতান আহমেদ ও সর্বদা হাস্যোজ্জ্বল কর্মীবান্ধব নেতা রাহাদুজ্জামান খান পাপ্পু সহ আরও অনেকে। প্রায় ১২০ জন রিক্সাচালক ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ শেষে বক্তারা বলেন এই তীব্র শীত মৌসুমে রাত্রিযাপন করা খুবই কষ্টকর। সবাইকে যার যার অবস্থান থেকে শীত নিবারণের জন্য মানুষের পাশে থাকার আহবান জানান।