ময়মনসিংহ সাংস্কৃতিক অঙ্গনের অভিভাবকের চিরবিদায়
বাবলী আকন্দ: ময়মনসিংহ সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র শাহাদাত হোসেন খান হিলু অন্তিম যাত্রায় পাড়ি জমালেন আজ(০২/০১/২০২৫)। তিনি দীর্ঘ ৫০ বছরের অধিক সময় সাংস্কৃতিক অঙ্গনে সরাসরি জড়িত থাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য,ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট এর নির্বাহী সদস্য, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি, ময়মনসিংহ থিয়েটার এসোসিয়েশন এর আহবায়ক ও বহুরূপী নাট্যসংস্থার মহাসচিব ছিলেন।
তিনি একাধারে নাট্য নির্দেশক,নাট্য নির্মাতা,মঞ্চঅভিনেতা সর্বোপরি নাট্যব্যক্তিত্ব ছিলেন। পাশাপাশি তিনি কাব্যগ্রন্থ প্রকাশ করেছিলেন।
তাঁর জন্ম ৩ নভেম্বর, ১৯৫১। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি এক কন্যা সন্তানের জনক। মৃত্যুকালে স্ত্রী,কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বাদ এশা ময়মনসিংহ জেলা স্কুল মাঠে তাঁর জানাজা শেষে গোলকীবাড়ি কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
তাঁর এ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।