আন্তর্জাতিকজাতীয়

মহান স্বাধীনতা দিবসে সনাক ময়মনসিংহের দুর্নীতিবিরোধী আন্দোলনকে শাণিত করার আহ্বান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ময়মনসিংহ এর উদ্যোগে ২৬ মার্চ সকাল আট ঘটিকায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সনাক কার্যালয় হতে স্বাধীনতার চেতনায় দুর্নীতি রুখবোই এ স্লোগানকে সামনে রেখে শোভাযাত্রার মাধ্যমে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। স্মৃতিসৌধে সনাক সদস্য শুভ্র চক্রবর্ত্তী এর নেতৃত্বে সচেতন নাগরিক কমিটি (সনাক) ময়মনসিংহ, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যবৃন্দের উপস্থিতিতে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

শ্রদ্ধা জানানো শেষে উপস্থিত সকলে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। চব্বিশ এর গণআন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

সচেতন নাগরিক কমিটি (সনাক) ময়মনসিংহ মহান স্বাধীনতা দিবসে ময়মনসিংহের সর্বস্তরের নাগরিকদের নতুন বাংলাদেশ বিনির্মাণে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করার আহ্বান জানায়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ইয়েস দলনেতা স্বার্ণালী আক্তার সুইটি, সহদলনেতা মোঃ আতিকুর রহমানসহ সনাক, ইয়েস গ্রুপ এর সদস্য ও টিআইবি কর্মীবৃন্দ।প্রেস বিজ্ঞপ্তি