মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস ২০২৫ পালিত
কিশোরগঞ্জ প্রতিনিধি :বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস ২০২৫ উপলক্ষ্যে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার আয়োজিত ‘পাঠকের দৃষ্টিতে সেরা বই’ শীর্ষক মূল্যায়ন, বই নিয়ে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারে আয়োজিত এই অনুষ্ঠানের অংশগ্রহণকারী পাঠক শিক্ষার্থীদের মধ্য হতে প্রাথমিকভাবে নির্বাচিত ৫ জন পাঠক পছন্দের বইটির উপর মৌখিক পাঠ প্রতিক্রিয়া শোনা হয়। বিচারকের প্রদত্ত নম্বরের ভিত্তিতে তন্মধ্যে ১জন নাজিম উদ্দীনকে সেরা পাঠক নির্বাচন করা হয়।
মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঠাগারের সহ সভাপতি এনামুল হক বাবুল,সাধারণ সম্পাদক রিয়াদ হোসাইন। অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন পাঠাগারের সহকারী গ্রন্থাগারিক ফারজানা আক্তার।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সেরা নির্বাচিতদেরকে পুরস্কার হিসেবে বই এবং সনদপত্র প্রদান করা হয়। এসময় পাঠাগারের পাঠক সদস্যগণ উপস্থিত ছিলেন।