মহিনন্দ ভাস্করখিলা মিছবাহুল উলুম মাদরাসার ইসলামী সম্মেলন বুধবার
আমিনুল হক সাদী: মহিনন্দ ভস্করখিলা মিছবাহুল উলুম মাদরাসা ও হালিমা সাদিয়া রা.মিছবাহুল উলুম মহিলা মাদরাসার আয়োজনে বুধবার বাদ আছর থেকে মধ্যরাত্র পর্যন্ত ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
এতে সভাপতিত্ব করবেন জামিয়ার শাইখুল হাদীস আল্লামা শফিকুর রহমান জালালাবাদী।আলোচনা করবেন চট্টগ্রামের শায়খ মুফতি হারুন ইজহার চৌধুরী,ঢাকার মাও ইয়াহহিয়া মাহমুদ, মাও মুফতি শামসোদ্দোহা আশরাফী।বিশেষ আকর্ষন পাকিস্তানের মাও.হাবিবুল্লাহ আরমানী। মাদরাসাদ্বয়ের মুহতামীম মাও আশরাফ আলীর পরিচালনায় এতে আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বক্তব্য রাখবেন সুরাটী ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাও আব্দুল কুদ্দুস,তালজাংগা আলিম মাদরাসার প্রিন্সিপাল মাও আব্দুল্লাহ আল মামুন, খালিদ বিন ওয়ালিদ মাদরাসার মুহতামীম মাও শুয়াইব আহমদ,মহিনন্দ কাসেমুল উলুম মাদরাসার মুহতামীম মাও নোমান আহমেদ।
সম্মেলনে দেশের আরও শীর্ষ স্থানীয় উলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন মাদরাসার মুহতামীম।