জাতীয়

মা’কে হাত পা বেঁধে মারধরের অভিযোগ ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার: গর্ভধারণী বৃদ্ধা মা’কে হাত পা বেঁধে মারধরের অভিযোগ ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে। এরপরও স্বামীর ভিটায় ঘর বানাতে আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বৃদ্ধা আয়েশা খাতুন (৫৭)।

রবিবার (১৬) দুপুরে ময়মনসিংহের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আয়েশা খাতুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর এলাকার মৃত হাবিবুর রহমানের স্ত্রী। পাঁচ সন্তানের জননী আয়েশা খাতুন। নিজ সন্তানদের অবহেলায় অন্যের বাড়ীতে আশ্রয়ে থাকেন। স্বামীর ভিটায় ঘর বানিয়ে থাকার আকুতি জানিয়ে করেছে এ সংবাদ সম্মেলন।

আয়েশা খাতুন জানান, প্রায় চব্বিশ বছর আগে স্বামী অবসরপ্রাপ্ত ফাইটিং ফ্লাইট ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান মারা যাওয়ার পর কিছুদিন ভালো কাটলেও বৃদ্ধ বয়সে এখন দুঃখের শেষ নেই তার। কদম রসুলপুর স্বামীর ভিটায় মাথা গুজার ঠাঁই পেতে ঘুরছেন মানুষের ধারে ধারে। কিন্তু তিন ছেলে তাকে বাড়ীতে থাকতে দিচ্ছেন না। আয়েশা অভিযোগ করে জানান, তিন ছেলে কর্মক্ষম হলেও তার ভরনপোষণ করেন না, সে অন্যের বাড়ীতে থাকেন। আয়েশার স্বামী সম্পত্তি রেখে গেলেও স্বামীর ভিটায় ঘর বানাতে গেলে ছেলেরা তাকে মারধর করেন এসব অভিযোগ বৃদ্ধা আয়েশার।

আয়েশা জানান, তিন ছেলে দুই মেয়ের মধ্যে তার বড় মেয়ে আমেরিকা প্রবাসী। বিদেশে অবস্থান করায় মেয়ের প্রতি কোন অভিযোগ নেই ।

তিনি জানান, ছেলেরা প্ররোচনা করে আমাকে দিয়ে মেয়েদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে ছিলো। এখন ছেলেরা নিজেরাই আমাকে ঘর ছাড়া করেছেন। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর এলাকার বৃদ্ধা আয়েশা খাতুন স্বামীর ভিটায় মাথাগুজার ঠাঁই চান।

আয়েশা বলেন, সারাজীবন ভিক্ষা করে খাবো তবুও স্বামীর ভিটায় মরতে চাই।