অন্যান্য

মাদক-অস্ত্রসহ স্থানীয় পত্রিকার সম্পাদক গ্রেফতার

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্র-গুলি ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে একজন মেহেদী হাসান নাদিম স্থানীয় দৈনিক জাহান পত্রিকার সম্পাদক এবং বাকি দুইজন তার সহযোগী শামীম মিয়া (২৫) ও আলমগীর কবির (৪৮)। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে নগরীর মাসকান্দা বিসিক শিল্পনগরীতে নাদিমের বাসায় অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাসকান্দা এলাকার বিসিক শিল্পনগরীতে নাদিমের বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় নাদিমের বাসা থেকে এয়ারগানের গুলি, ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদক, অবৈধ পামওয়েল তেলের ৯৯টি ড্রাম, চাপাতি, চাকু, ছুরি, ক্যামেরা, প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম খান জানান, দীর্ঘদিন যাবত নাদিম চারদিকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে অবৈধ কার্যকলাপ, মাদক তৈরি, অস্ত্র তৈরি করে আসছিল।

নাদিমসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, ২০১৬ সালের ১৭ জানুয়ারি মেহেদী হাসান নাদিম ও তার দুই সহযোগী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। ওই সময় তার বাসা থেকে পিস্তল, গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম, বিপুল দেশি অস্ত্র উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় করা মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য, দৈনিক জাহান পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবীবুর রহমান ও তাঁর স্ত্রী রেবেকা ইয়াসমিন মারা যাওয়ার পর পত্রিকার দেখভাল তার ছেলে নাদিম এর উপর বর্তায়।