জাতীয়

মুক্তাগাছায় জেলা প্রশাসকের মতবিনিময়

মুক্তাগাছা প্রতিনিধি: ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক মফিদুল আলম মঙ্গলবার মুক্তাগাছায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন। উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবুল কালাম মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান রতন, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেবু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শামছুল হক, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি, গণঅধিকার পরিষদের আহবায়ক শাহীন আলম, ছাত্র সমন্বয়ক খাইরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এতে, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক মুর্শেদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান খান মঞ্জু, উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল্লাহ মো. মুজাহিদ, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইব্রাহিত খলিলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারী কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র সমন্বয়ক বৃন্দ, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় মুক্তাগাছার সার্বিক উন্নয়ন নিয়ে কথা বলেন বক্তারা।