জাতীয়

মুক্তাগাছায় নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান

মুক্তাগাছা প্রতিনিধি:‘স্বামী স্ত্রী মিলে কাজ করি, সুখী সবল পরিবার গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে মুক্তাগাছায় পক্ষকাল ব্যাপী (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান বিষয়ক আলোচনা সভা মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মুক্তাগাছা এপি কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এডভোকেসি এন্ড সোস্যাল একান্টিবিলিটি ফিল্ড কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম, মুক্তাগাছা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রোনেল্ড গোমেজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. ইদ্রিছ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা নিবেদিতা কর, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মোঃ রাকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এতে বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ, যুব ফোরামের সদস্য বৃন্দ, গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন।