অন্যান্যজাতীয়রাজনীতিস্বাস্থ্য ও চিকিৎসা

মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম , ময়মনসিংহ মহানগরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শহর প্রতিনিধি ঃ মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এম.টি.এফ), ময়মনসিংহ মহানগর এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১১ মার্চ) নগরীর চরপাড়াস্থ সালতানাত রেষ্টুরেন্ট এর হলরুমে উক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে এম.টি.এফ, ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি শাকিল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.টি.এফ, ময়মনসিংহ মহানগর এর অন্যতম উপদেষ্টা অধ্যাপক শহীদুল্লাহ কায়সার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ) এর কেন্দ্রীয় সভাপতি আব্দুস সামাদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মেডিকেল টেকনোলজিস্টদের পেশাগত গুরুত্ব এবং তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিশ্বমানের সেবা প্রদান করতে হবে আন্তরিকতার সাথে সেবা দান করতে হবে। যার মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণ সাধন উদ্দেশ্য থাকতে হবে।

প্রধান বক্তা বলেন আমরা সবাই জানি, স্বাস্থ্যসেবা খাতের অন্যতম মূল স্তম্ভ হলেন আমাদের মেডিকেল টেকনোলজিস্টরা। আপনারা নীরবে, নিরলসভাবে দেশের জনগণের সেবায় নিয়োজিত আছেন। আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনায় আপনাদের অবদান অপরিসীম। সঠিক রোগ নির্ণয় ও নির্ভুল পরীক্ষার মাধ্যমে একজন রোগীর সঠিক চিকিৎসা নিশ্চিত হয়, যা আপনাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া সম্ভব নয়।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমটিএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রিপন শিকদার, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ময়মনসিংহ মহানগর শাখার উপদেষ্টা অধ্যাপক আল হেলাল তালুকদার, অধ্যাপক শফিকুল ইসলাম, এনডিএফ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ডাঃ তরিকুল ইসলাম প্রমুখ।

বক্তাগণ তাদের বক্তব্যে মেডিকেল টেকনোলজিস্টদের উপর যে বৈষম্য করা হয় তা থেকে মুক্তি দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। সবশেষে সভাপতি সকলকে ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।