জাতীয়

মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত ৫

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে ৫জন আহত হয়েছে। জানা যায়, মেলান্দহ উপজেলার দূরমুঠ ইউনিয়নের সরুলিয়া বৈষবপাড়া গ্রামে মৃত: আব্দুল হাই এর সহোদর দুই ছেলের মধ্যে পৈতৃক সূত্রে ভাগবাটোয়ারা ৫৩ শতাংশ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

গত রবিবার (১৯জানুয়ারি)দুপুরে সরুলিয়া বৈষবপাড়া গ্রামের পশ্চিম চিনাবাড়ী বন্দে রফিকুল ইসলাম(৬০) ধাম ক্ষেতে চাষ করতে গেলে প্রতিপক্ষ তার মৃত ভাইয়ের স্ত্রী নাজমা বেগম (৫৫) নাজমার মেয়ে নাসরিন সুলতানা শিখা(৩২) দলবলে দেশীয় অস্রে সজ্জিত হয়ে চাচার উপর হামলা করে। হামলা ও সংঘর্ষের ঘটনায় রফিকুল ইসলাম(৬০), রুনা লাইলা(৩৫), মাইনদ্দিন(৬৫), ওয়াজ করনী (৫৫), নাসরিন সুলতানা শিখা(৩২)সহ উভয় পক্ষে কম্পক্ষে ৫জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রফিকুল ইসলাম ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।

এব্যাপারের ভুক্তভোগী রফিকুল ইসলামের পক্ষে ন্যায় বিচার পেতে জামালপুর আদালতে মোকদ্দমা দায়ের হয়েছে।