ময়মনসিংহের সর্ববৃহৎ মেগা সুপারশপের উদ্বোধন করেন মেয়র টিটু
এনামুল হক ছোটন
“হাতের মুঠোয় সাধ্যের বাজার” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ শহরের প্রাণ কেন্দ্র মিন্টু টাওয়ারের ১ম তলায় জিলা স্কুল মোড়ে ময়মনসিংহের সর্ববৃহৎ মেগা সুপারশপের উদয় বাজার এর শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র ইকরামুল হক টিটু। ২৭ মে বৃহস্পতিবার বিকাল ৫ টায় বৃহত্তর ময়মনসিংহের ও ময়মনসিংহ নগরীর জনগণ প্রয়োজনের সবকিছু একসাথে সাশ্রয়ী মূল্যে বিক্রয়ের লক্ষ্যে উদয় বাজার মেগা সুপার শপের যাত্রা শুরু। তিনি উদয় বাজার মেগা সুপার শপের এধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই সুপার শপের মাধ্যমে একদিকে মানুষ ভেজালমুক্ত পণ্য ক্রয় করতে পারবে, পাশাপাশি তরুণদের কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে। সকলে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধান করুন সুপার শপে কেনাকাটা করবেন।
উদয় বাজার ময়মনসিংহ বিভাগের একমাত্র আইডিসি এর ডিলার ও উদয় বাজার মেগা সুপারশপে ঢাকার বিখ্যাত কুইন্স বেকারি সহ গ্রোসারি পণ্য, ক্রোকারিজ, বেবিফুড, কসমেটিকস আইটেম, ফ্রেস মাছ ও মাংস, ফ্রোজেন আইটেম, ফরেন ফুড এবং কসমেটিক আইটেম, টয়লেট্রিজ আইটেম, এক্সক্লুসিভ চকলেট আইটেম ও যাবতীয় নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট এর বিপুল সমাহার।এখানে নগদ টাকার পাশাপাশি ভিসা ও মাষ্টার কার্ডের মাধ্যমে কেনাকাটার ব্যবস্থা রয়েছে। জানা যায়, উদয় বাজারের প্রধান লক্ষ্য হচ্ছে সঠিক দামে ও মানে ভোক্তাদের মাঝে পণ্য সরবরাহের মাধ্যমে সর্বোত্তম সেবা প্রদান করা।