ময়মনসিংহে খাদ্যে অনুমোদন বিহীন ও আমদানিকৃত নিষিদ্ধ মিশ্রিত জর্দার রং ব্যবহার করায় জরিমানা
শহর প্রতিনিধি ঃ খাদ্যে অনুমোদন বিহীন ও আমদানিকৃত নিষিদ্ধ মিশ্রিত জর্দার রং,সয়া সস,ভিনেগার,টেস্টিং সল্ট যা মানব দেহের জন্য মারাত্মকভাবে ক্ষতিকারক,ব্যবহার অযোগ্য মশলা সংরক্ষণ, ফ্রিজে সংরক্ষিত কাঁচা মাংস ও মাছের সাথে রান্না করা খাদ্য সামগ্রী রাখা; স্যাঁতস্যাতে, ময়লা ও নোংরা স্হানে রুটি বানানোর উপাদান সামগ্রী রাখার অপরাধে ময়মনসিংহে নতুন বাজারস্হ “নবাবী রেস্টুরেন্টে” ১১ অক্টোবর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এ উক্ত রেষ্টুরেন্ট এর কর্তৃপক্ষকে সর্বমোট ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ।
এ সময় জেলা প্রশাসনের নেতৃত্বে জেলা বাজার কর্মকর্তা,ময়মনসিংহ; স্যানিটারী ইন্সপেক্টর,ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং জেলা পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়।