ময়মনসিংহে গৃহহীনদের মধ্যে গৃহ হস্তান্তর করা হবে আগামী ২০ জুন
শহর প্রতিনিধি ঃ আগামী ২০ জুন গৃহহীনদের মধ্যে ২য় ধাপের ৬৪৫ টি গৃহ হস্তান্তর করা হবে। মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ২য় পর্যায়ে নির্মিত “ক” শ্রেণির ঘরের শুভ উদ্বোধন প্রসঙ্গে আজ ১৭ জুন জেলা প্রশাসক এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক একেএম গালিভ খান, অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ জাহাঙ্গীর আলম,অতিরক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, অতিরক্ত জেলা প্রশাসক (রাজস্ব)কান্তি বসাকসহ জেলা প্রশাসকের কার্যালয়ের সকল কর্মকর্তাগণ।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক তাঁর বক্তব্যে জানান, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষ্যে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের বিনামূল্যে ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। ১ম ধাপে ময়মনসিংহ জেলায় ১৩০৫টি পরিবারকে খাস জমি বন্দোবস্ত প্রদান পূর্বক এই ঘরগুলো হস্তান্তর করা হয়; দ্বিতীয় ধাপে আগামী ২০ জুন ২০২১ খ্রি. তারিখে ৬৪৫ টি গৃহ হস্তান্তর করা হবে। এই ঘরগুলোর নির্মাণ কাজ কঠোরভাবে তদারকি করা হয়েছে এবং এসব ঘরের উপকারভোগী বাছাই এর ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী বিধবা, প্রতিবন্ধী, অসহায় ও বয়স্কদের অগ্রাধিকার দেয়া হয়েছে।”