ময়মনসিংহ দর্জি শ্রমিক ইউনিয়ন এর কর্মীসভা অনুষ্ঠিত
শহর প্রতিনিধি ঃ ময়মনসিংহ দর্জি শ্রমিক ইউনিয়ন এর কর্মীসভা গত ২২ জুন, ২০২১ ইং তারিখে রাত ৮.০০ টায় ময়মনসিংহ র্যালী মোড় অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দর্জি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আব্দুর রশিদ মিন্টু’র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ ট্রেড ইউনিয়ন সংঘ এর সহ সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
রেমন্ড,ঢাকা টেইলার্স, ফপস,অরবিন্দ, বস, মুন্নি, সূচনা মার্কেটসহ বিভিন্ন কারখানার শ্রমিকবৃন্দ। সভা পরিচালনা করেন দর্জি শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার। বক্তাগণ বলেন, করোনা মহামারীকে উপলক্ষ করে শ্রমিকদেরকে অন্যায়ভাবে চাকুরীচ্যুত করা হচ্ছে। এক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী তাদের কোন প্রকার সার্ভিস বেনিফিট প্রদান করা হয়নি। উপরন্তু বাইরের শ্রমিক এনে কারখানাগুলোতে যোগদান করানো হচ্ছে। এর ফলে স্থানীয় দর্জি শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নেতৃবৃন্দ বলেন, স্থানীয় শ্রমিকদের চাকুরীচ্যুত করে তারা মূলত সংগঠন ও নেতৃত্বকে দূর্বল করতে চায়। এছাড়া করোনা মহামারীর সময় অনেক শ্রমিক কর্মহীন হলেও সরকারের পক্ষ থেকে তাদের কোন ত্রাণ এবং প্রণোদনা প্রদান করা হয়নি। এমতাবস্থায় কর্মহীন শ্রমিকেরা খেয়ে না খেয়ে অর্ধাহারে অনাহারে এক মানবেতর জীবন যাপন করছে। নেতৃবৃন্দ শ্রমিকদের দায় দায়িত্ব সরকার এবং মালিকদের গ্রহণ করার আহবান জানান। অন্যথায় শ্রমিকরা তাদের অস্তিত্ব বেঁচে থাকার জন্য অস্তিত্বের লড়াইয়ে আন্দোলন সংগ্রামের পথে অগ্রসর হতে বাধ্য হবে। করোনা চলাকালীন অবস্থাতেই সংগঠন ও সংগ্রাম সুসংহত রাখার জন্য নেতৃবৃন্দ দর্জি শ্রমিকদের প্রতি আহবান জানান।