যান্ত্রিক ত্রুটিযুক্ত, ফিটনেস বিহীন, পারমিট ছাড়া গাড়ি রাস্তায় চালানো যাবেনা
“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য সামনে রেখে ২২ অক্টোবর ২০২৩ তারিখে ময়মনসিংহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ময়মনসিংহ বিভাগীয় ও সার্কেল অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ দিবস পালিত হয়।
যথাযোগ্যভাবে এই দিবস পালনের লক্ষ্যে সকাল ৯:৩০ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য র্যালি এবং পরে টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিআরটিএ ময়মনসিংহ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) এ এস এম ওয়াজেদ হোসেন তার স্বাগত বক্তব্যে বলেন, পেশাদার গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারকে সাহায্য সহযোগিতায় ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। সিভিল সার্জনের নেতৃত্বে মেডিকেল টিম ও মোবাইল কোর্টের মাধ্যমে নিরাপদ গাড়ি চালানোর সিস্টেম চালু করা হয়েছে।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান বলেন, কাগজপত্র ছাড়া এবং যান্ত্রিক ত্রুটিযুক্ত, ফিটনেস বিহীন ও পারমিট ছাড়া গাড়ি রাস্তায় চালানো যাবেনা। গাড়ি চালানোকালে ইয়ারফোন বা মোবাইল ফোনে কথা বলা যাবে না। জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও আন্ডার পাস দিয়ে রাস্তা পারাপার হতে হবে। তিনি আরো বলেন, নাগরিকদের দায়িত্বশীল হতে, নিরাপদ জীবন গড়তে, ট্রাফিক আইন মেনে চলতে হবে।
বিআরটিএর বিভাগীয় কার্যালয় ময়মনসিংহ সার্কেলের উপপরিচালক (ইঞ্জিঃ) সৈয়দ মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ, সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ কিউ এম সাদ্দাম হোসেন, ফায়ার সার্ভিসের উপপরিচালক মোঃ মোফাজ্জেল হোসেন, জেলা শিক্ষা অফিসার মহসিনা খাতুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম, ময়মনসিংহ নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি আব্দুল কাদের মোল্লা, বিভিন্ন পরিবহন শ্রমিক ও মালিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
আলোচনা সভার পরে পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করা হয় এবং রেজিস্ট্রেশন গ্রহণ করা হয়। দিবসটি উপলক্ষ্যে এদিন সন্ধ্যায় টাউন হলে সড়ক নিরাপত্তামূলক আলোকচিত্র প্রদর্শিত হবে।