রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা নিয়ে তারাকান্দায় শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময়
তারাকান্দা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উত্থাপিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে বুধবার সকালে ময়মনসিংহের তারাকান্দায় সরকারি কলেজ ও ফজলুল হক মহিলা কলেজের শিক্ষার্থীদের মাঝে পৌছে দেওয়া ও আগামীর বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে ছাত্রদল।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের সাথে কথা বলেন,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। তিনি শিক্ষার্থীদের নিকট সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ কলেজ বিনির্মানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।গত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকারের পেটোয়া বাহিনী ছাত্রলীগ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নির্যাতন করে ভয়ের সংস্কৃতি চালু করেছে,চাদাবাজি,টেন্ডারবাজি দখলদারিত্ব, হত্যার রাজনীতি করেছে। এই ধরনের অপরাজনীতি রুখে দিয়ে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নিরাপদ কলেজ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করেছেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠা করা,নিয়মিত খেলাধুলার আয়োজন করা, সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা,শিক্ষা সফরের আয়োজন করাসহ শিক্ষার্থীবান্ধব কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশে ছাত্রদল সোচ্চার থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় তিনি আগামীর ছাত্ররাজনীতি ও বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের মতামত জানতে চান।
মতবিনিময় সভায় বিশেষ উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান শরিফ হলুদ,তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি ও সদস্য সচিব নিশাদ আহম্মেদ সাদ্দাম,কলেজ ছাত্রদলের আহবায়ক রুবেল মন্ডল ও সদস্য সচিব মামুন ফকির প্রমূখ।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে সরকারি কলেজ শিক্ষার্থী (ছেলে) মাঝে খেলাধুলা সামগ্রী ফুটবল ও মেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাডমিন্টন বিতরণ করা হয়।