শহীদ বুদ্ধিজীবী দিবসে ময়মনসিংহ প্রেসক্লাবে আলোচনা সভা
স্টাফ রিপোর্টারঃশহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাব সহ-সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রাজ্জাক। বিভাগীয় সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,ক্লাব সেক্রেটারী অমিত রায়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক সেক্রটারী বাবুল হোসেন, মীর গোলাম মোস্তফা, আতাউল করিম খোকন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ৭১ এর ১৪ ডিসেম্বর পাক বাহিনীর হাতে শহীদ বুদ্ধিজীবীরা প্রান দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে যে ভুমিকা রেখেছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। ৭১ এর স্বাধীনতা যুদ্ধে দেশের বুদ্ধিজীবীরা দীর্ঘদিন যাবৎ স্বাধীনতাকামী
জনতাকে উদ্বুদ্ধ করেন। তারই ধারাবাহিকতায় ৭১ এ শুরু হয়। দেশে যুদ্ধ যখন শেষ পর্যায়ে,তখন এদেশের বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করা হয়।