শিক্ষার্থীদের ‘প্রতীকী লাশের মিছিল’: পুলিশের কড়া সতর্কতা
পুলিশের এই উপস্থিতির কারণে শিক্ষার্থীরা ‘সড়ক হত্যার শিকার ব্যক্তির প্রতীকী লাশ’ নিয়ে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা পর্যন্ত মিছিল করেন। রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে তাঁরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। আগামীকাল সোমবার সন্ধ্যা ছয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন ও প্রতিবাদী গানের আসর করবেন তাঁরা।
মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে গিয়ে মিনিট দুয়েক অবস্থান করলে পুলিশ সদস্যরা পুরো মিছিলটিকে ঘিরে রাখেন। পরে মিছিলটি টিএসসি এলাকার দিকে যাত্রা করে। এ সময় শাহবাগ পুলিশ বক্সের সামনে মিছিলের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদেরও ধাক্কা দেন অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশীদ। পরে মিছিল নিয়ে টিএসসি এলাকায় যান শিক্ষার্থীরা। মিছিলে ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘শ্রমিক-ছাত্র ভাই ভাই, নিরাপদ সড়ক চাই’, ‘জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আইন করে হাফ পাস, দিতে হবে দিয়ে দাও’ প্রভৃতি বলে স্লোগান দেওয়া হয়।