শেরপুরে করোনার গণটিকা প্রচারভিযান শুভ উদ্বোধন
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সচেতনতা সৃষ্টি ও তৃণমুল পর্যায়ে গণটিকা কর্মসচি বাস্তবায়নে প্রচারাভিযান শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
২ আগস্ট সোমবার শেরপুর সিভিল সার্জন কার্যালয় চত্বরে এ প্রচারাভিযান কার্যক্রম উদ্বোধন করে সিভিল সার্জন ডা. এ.কে.এম. আনওয়ারুর রউফ। অপরদিকে জেলায় গণটিকা কর্মসূচি উপলক্ষে সোমবার জেলা পর্যায়ে এক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ-এর সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হুইপ আতিউর রহমান আতিক এমপি।
ভার্চুয়ালি জুম প্ল্যাটফরমে অনুষ্ঠিত এ সভায় সিভিল সার্জন ডা. এ.কে.এম. আনওয়ারুর রউফ, স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া বক্তব্য রাখেন। এতে জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, ইউএনও, পৌরসভার মেয়র, স্বাস্থ্য কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ সংযুক্ত ছিলেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৯৩ জন। তন্মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কভিড ও আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ১০০ জন। অন্যারা বাড়ীতে হোম আইসোলেশনে রয়েছেন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬২৭ জন। তন্মধ্যে সুস্থ্য হয়েছেন ২ হাজার ৬৬০ জন এবং মারা গেছেন ৭১ জন।