শ্রমিকনেতা সুরুজ আলীর স্ত্রী’র মৃত্যুতে ট্রেড ইউনিয়ন সংঘের শোক প্রকাশ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (NDF) সিলেট জেলা শাখার সহ-সভাপতি শ্রমিকনেতা মো. সুরুজ আলীর স্ত্রী সাজেদা খাতুন উচ্চরক্তচাপজনিত কারণে ২৪ জুলাই ২০২১ রবিবার সকাল ৮.৩০টায় শাহপরাণ থানাধীন ইসলামপুর চামেলীবাগের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলম; বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সহ-সভাপতি একে আজাদ সরকার ও সাধারণ সম্পাদক মো: ছাদেক মিয়া; জাতীয় ছাত্রদল শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি দীনবন্ধু সরকার সৌরভ ও সাধারণ সম্পাদক ওসমান আলী; সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী, বাংলাদেশ কৃষক সংগ্রম সমিতি সিলেট জেলা শাখার যুগ্ম-আহবায়ক সুজন মিয়া এবং চা-রাবার শ্রমিকনেতা জয় মাহাতো কুর্মী প্রমুখ।
নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন, প্রয়াত সাজেদা খাতুন একজন রাজনৈতিক সচেতন মানুষ ছিলেন। বিশেষ করে তিনি নারীদের সংগঠিত করে সিলেট জেলায় গণতান্ত্রিক মহিলা সমিতি গঠন করার ক্ষেত্রে সংগঠকের ভূমিকা পালন করেন। তিনি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঘোষিত টিপাইমুখ বাঁধ বিরোধী আন্দোলন, সুনেত্র গ্যাসক্ষেত্র ইজারা বিরোধী গণযাত্রা আন্দোলন, ট্রানজিট বিরোধী আন্দোলনসহ সাম্রাজ্যবাদ বিরোধী বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। মহান মে দিবস পালন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সম্মেলন, কালাগুল কৃষক আন্দোলন, চা শ্রমিক, হোটেল শ্রমিকদের বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।
সাজেদা খাতুনের বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।