অন্যান্যজাতীয়

শ্রমিক নেতা সুরুজ আলী’র ১ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত

সা্ম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা মুৎসুদ্দি পুঁজি বিরোধী আপোষহীন সংগ্রামী নেতা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সভাপতি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সহ-সভাপতি সুরুজ আলীর ১ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২০ মার্চ’২৫, বৃহস্পতিবার, সকাল ৭টায় হযরত শাহপরানস্থ সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটি, শাহপরান থানা কমিটি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, স’মিল শ্রমিক সংঘ, মিরের চক শ্রমজীবী সংঘসহ বিভিন্ন বেসিক ইউনিয়ন ও শরীক সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি শেষে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া’র সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়, সহ-সভাপতি অধ্যাপক আবুল ফজল, শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার যুগ্ন সম্পাদক রমজান আলী পটু, শাহপরান থানা কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ (শান্ত), বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সদস্য মহিদুল ইসলাম, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি জালাল মিয়া, ক্রিড়া সম্পাদক সুনু মিয়া (সাগর), বাবনা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. সামির, সিলেট সদর উপজেলা স’মিল শ্রমিক সংঘের সভাপতি হজর আলী, সাংগঠনিক সম্পাদক মো. লুৎফুর রহমান, মিরের চক শ্রমজীবী সংঘের আহবায়ক আলী আহমদ ও অন্যতম নেতা মো. দুলাল মিয়া।

নেতৃবৃন্দ সুরুজ আলীর জীবনের নানান দিক তুলে ধরে বলেন, সাদামাটা জীবন-যাপন ও সহজ সরল ব্যবহারের কারণে তিনি সহজেই শ্রমিকদের সাথে মিশতে পারতেন। আমৃত্যু তিনি সিলেটসহ সারাদেশের হোটেল, চা-রাবার, প্রেস, ভূমিহীন, স’মিল শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের সংগ্রামে নেতৃত্ব প্রদান করেন। বিশেষত ১লা মে হোটেল শ্রমিকদের খানা-দানা বেতন সহ মে দিবসের আন্দোলন সংগ্রামে তার উল্লেখ্যযোগ্য ভূমিকা ছিল। সিলেটের চা-রাবার শ্রমিকদের আন্দোলন, ভূমিহীনদের আন্দোলন, টিপাইমুখ বাঁধ আন্দোলন, সুনেত্র অভিমুখে গণযাত্রা তার মধ্যে অন্যতম।

নেতৃবৃন্দ বলেন, দেশের অধিকাংস প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকরা প্রতি বছর ঈদ আসলে বকেয়া বেতন ও বোনাসের জন্য সভা, সমাবেশ, মিছিল মিটিং করতে হয় কিন্তু বেতনের সম-পরিমান উৎসব বোনাস শ্রমিকের আইনি পাওনা। যা দিতে বেশিরভাগ মালিক গড়িমসি করে থাকেন। শ্রমিকরা যে বেতন পান তা দিয়ে বর্তমান দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে চলা দুরূহ। সিলেট সহ সিলেট বিভাগের বিভিন্ন চা বাগানে শ্রমিকদের দেওয়া হচ্ছেনা তাদের কাজের মজুরি। যার মধ্যে অন্যতম হলো, বরজান, কালাগুল, গুলনী, তারাপুর, ফুলতলা চা বাগানের শ্রমিকদের মাসের পর মাস বেতন-রেশন দেওয়া হচ্ছেনা।

নেতৃবৃন্দ ঈদের আগে সকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ স্ববেতনে ছুটিসহ উৎসব বোনাস প্রদানে সরকার, মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী উদ্যোগ গ্রহনের জন্য উদাত্ত আহবান জানান এবং দেশের বর্তমান অবস্থায় প্রয়োজন শ্রমিক-কৃষক-মেহণতি জনগণের লাগাতার ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তুলে শ্রমিক কৃষকের বাসপোযোগী গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হয়ে জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তুলার মধ্য দিয়ে সুরুজ আলীর অসমাপ্ত কাজ জাতীয় গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করার আহবান জানিয়ে মার্কিন সা¤্রাজ্যবাদের প্রত্যক্ষ মদদে ইসরাইল হামাস নির্মূলের নামে ফিলিস্তিনের সাধারণ জনগনের উপর যে বর্বোরোচিত হত্যাযজ্ঞ চালাচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে এ গণহত্যা বন্ধের প্রেক্ষিতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার প্রতি জোরালো হস্তক্ষেপ কামনা করেন।

আলোচনাসভা শেষে শপথ বাক্য পাঠ করান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়। প্রেস বিজ্ঞপ্তি