জাতীয়

সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে সভা

কিশোরগঞ্জ প্রতিনিধি: ২ জানুয়ারী জাতীয় সমাজ সেবা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে প্রস্ততিসভা সভা অনুষ্ঠিত হয়েছে। মংগলবার (২৪ ডিসেম্বর ) বিকেলে জেলা সমাজসেবা কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান।

সভায় বক্তব্য রাখেন-সমাজসেবা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক-১ মো:শহিদুল্লাহ,রেজিষ্ট্রেশন অফিসার মহসিন,সদর উপজেলার সমাজসেবা অফিসার মোহাম্মদ মাঈনুর রহমান মনির, সমাজসেবা অফিসার মো: সিদ্দিকুর রহমান,সমাজসেবা অফিসার সালমা খানম, বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির কিশোরগঞ্জ শাখার সভাপতি মো:খলিলুর রহমান, সাধারণ সম্পাদক রাশেদুল হক, সাংগঠনিক সম্পাদক মো: বাসির উদ্দিন, কিশোরগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো: মোকাররম হোসেন ভূঞা,মহিনন্দ ইতিহাস ঐতিহ্য পরিষদের সভাপতি সাংবাদিক আমীনুল হক সাদী, তরিকুল ইসলাম, ওরেজউল হাসনাত নাহিদ প্রমুখ।

সভায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সমাজসেবা বিভাগের কর্মকর্তাগণ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত
ছিলেন।