সরিষাবাড়ীতে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বর্বর ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ শাখার আয়োজনে ৭ এপ্রিল সোমবার সকালে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। হাজারো জনতার বিক্ষুদ্ধ বিক্ষোভ মিছিলটি সরিষাবাড়ী বাস টার্মিনাল হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার আরামনগন বাজারে মিছিলটি সমাবেশে মিলিত হয়।
সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মুফতি মোখলেছুর রহমান সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাও: আ: রাজ্জাক, প্রচার সম্পাদক মুফতি রাকিব, পৌর শাখার সভাপতি মাও: জুনায়েদ। আরও বক্তব্য রাখেন মুফতি কামরুজ্জামান, ছাত্র সমাজের ওয়াকিবুল ইসলাম, আহাম্মদ আরিফ, মেহেদী। পরে ফিলিস্তিনের মুসলমানূের জন্য দোয়া পরিচালনা করেন মুফতি গোলাম রব্বানী। এসময় মাদ্রাসার আলেম-উলামা, শিক্ষার্থী উপজেলার বিভিন্ন স্তরের ছাত্ররা উপস্থিথ ছিলেন।
মিছিল ও সমাবেশ পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাও: সাইদুর রহমান।