অন্যান্যজাতীয়

‘সাগর-রুনী হত্যার রহস্য অনুসন্ধান এখনও সম্ভব’ ডয়চে ভেলে’কে দুই অনুসন্ধানী সাংবাদিক

স্টাফ রিপোর্টার:  সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী হত্যাকাণ্ডের ১০ বছর পেরিয়ে গেলেও এই মামলার তদন্তের কোনো অগ্রগতি নেই৷ ৮৫ বার সময় নিয়েও আদালতে প্রতিবেদন জমা দিতে পারেননি তদন্তকারীরা৷ এই হত্যাকাণ্ডের রহস্য নিয়ে গণমাধ্যমেও তেমন অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়নি৷‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ ইউটিউব টকশোতে এসে এই দুই অনুসন্ধানী সাংবাদিক এমন অভিমত প্রকাশ করেছেন৷ ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ ইউটিউব টকশোতে এ বিষয়ে এক আলোচনার আয়োজন করা হয় গতকাল ১১ ফেব্রুয়ারী ২০২২ খ্রি: তারিখে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসীন-উল হাকিম এবং অনুসন্ধানী সাংবাদিক বদরুদ্দোজা বাবু।

বদরুদ্দোজা বাবুর মতে, ‘‘আলোচিত হত্যাকাণ্ড সবগুলোর ক্ষেত্রেই একই অবস্থা৷ তদন্ত করা বা নিজে অনুসন্ধান করে কিছু বের করা যেটা তদন্ত কাজে সহযোগিতা করবে এটা দেখা যায় না খুব একটা৷ …সাগর-রুনীর রিপোর্টের ক্ষেত্রেও সাংবাদিকরা ঠিকমত রিপোর্ট করতে পারেননি৷ এই দায় সাংবাদিকদের নিতে হবে৷’’  মোহসীন-উল হাকিমও, ‘‘আমি বলতে চাইছি এখনও যদি আমরা ইনভেস্টিগেশন করি আমরা যদি একেবারে মোটিভ পর্যন্ত কালকে নাও পারি, এর ভিতর থেকে আরো কিছু গল্প আমরা নিশ্চয়ই পাব৷ এখানে কার কী ভূমিকা ছিল বা কার প্রভাব বা কার গাফিলতিতে এই বিষয়টি এই পর্যায়ে এসেছে সেটি পাব৷ …একজন সাংবাদিক যদি তার নিউজরুমের সমর্থন নিয়ে কাজ করেন তাহলে এটার ভিতরের অজানা তথ্য বের হতে থাকবে৷ এবং আমার মনে হয় লেগে থাকলে হয় না এমন আসলে হতে পারে না৷’’

অনুষ্ঠানে বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার বাধা, চাপ, সাংবাদিকদের নিয়ে বিভিন্ন সমালোচনার প্রসঙ্গও উঠে আসে৷ বদরুদ্দোজা বাবুর মতে, বাংলাদেশে মাঠ পর্যায়ের সাংবাদিকদের দক্ষতার অভাব নেই৷ কিন্তু অনেক ক্ষেত্রেই তারা যা করতে চান তা করতে পারেন না, করলেও তা প্রকাশ হয় না৷ এক্ষেত্রে যারা সংবাদ নিয়ন্ত্রণ করেন তাদের কারণে সব সাংবাদিকরাই সমালোচিত হচ্ছেন৷ তিনি বলেন, ‘‘সাংবাদিকতায় মাঠ পর্যায়ে যারা আছেন তাদেরকে আমার ব্যর্থ মনে হয় না৷ তাদের অনেক ইচ্ছা আছে৷ তারা চাইলেও অনেক রিপোর্ট করতে পারেন না৷ …চাপ যতটা না বাইরে থেকে সেই চাপ ততটা নিজের ভিতরে তৈরি হয়ে গেছে৷ সেই কারণে সে মনে করে এই রিপোর্ট নিয়ে যদি অনেক দিন কাজ করি তাহলে এটা অনএয়ার হবে না বা পাবলিশ হবে না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *