সাম্প্রাদায়িকতা ও জাতীয়তাবাদ উস্কে দেয়ার ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে- এনডিএফ
দেশের চলমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম জাহাঙ্গীর হুসাইন ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এক যুক্ত বিবৃতিতে বলেন সাম্রাজ্যবাদ ও তার দালালরা সাম্প্রদায়িকতা ও জাতীয়তাবাদকে উস্কে দিয়ে ষড়যন্ত্র-চক্রান্তের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত ও বিভক্ত করে স্বীয় লক্ষ্য হাসিলে নানা রকম অপতৎপরতায় লিপ্ত রয়েছে। ৩ ডিসেম্বর গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন বাজার ও প্রভাব বলয় পুনর্বন্টনকে কেন্দ্র করে আন্তঃসা¤্রাজ্যবাদী দ্বন্দ্বে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থল সংযোগ সেতু ও মালাক্কা প্রণালী সংলগ্ন বঙ্গোপসাগরীয় দেশ নয়াউপনিবেশিক আধাসামন্ততান্ত্রিক বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ ও প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চীন-রাশিয়ার প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা সুতীব্র। সাম্রাজ্যবাদী দ্বন্দ্ব-সংঘাতের শিকার হয়ে বাংলাদেশের প্রতিবেশি মায়ানমারে গৃহযুদ্ধ চলছে। স্বৈরাচারী খুনী শেখ হাসিনা সরকারের নির্মম শোষণ-লুন্ঠন, নিপীড়ন-নির্যাতন, জনজীবনেরর অসন্তোষ ও ছাত্র-যুবকদের বেকারত্ব ইত্যাদি পুঞ্জিভূত ক্ষোভ-বিক্ষোভকে কাজে লাগিয়ে ছাত্র-মধ্যবিত্তদের গণআন্দোলনের পরিণতিতে ৫ আগষ্ট শেখ হাসিনার পতন ঘটিয়ে মার্কিনের অতি বিশ্বস্থ ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তবর্তী সরকারকে ক্ষমতায় আনা হয়। মার্কিন পরিকল্পনায় ক্ষমতার এই পালাবদলে বাংলাদেশে মার্কিনের অবস্থান আরও অগ্রসর হয় এবং সাম্রাজ্যবাদের দালাল নয়াউনিবেশিক ভারতের অবস্থান দূর্বল ও ক্ষতিগ্রস্থ হয়, মার্কিনের প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চীন-রাশিয়া স্বীয় লক্ষ্যে তৎপর রয়েছে। ক্ষমতার এই পালাবদলে দেশের শ্রমিক-কৃষক-মেহনতি জনগণের কোন লাভ হয়নি, বরং সীমাহীন দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, মূল্যস্ফীতি-মূদ্রাস্ফীতি, শ্রমিকের ন্যূনতম মজুরি না পাওয়া, জনজীবনের নিরাপত্তাহীনতা ইত্যাদি কারণে জনজীবনে দূর্ভোগ আরও বৃদ্ধি পেয়েছে। জনজীবনের ক্ষোভ বিক্ষোভকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সাম্রাজ্যবাদ ও তার দালালরা সাম্প্রদায়িকতা ও উগ্রজাতীয়তাবাদকে উস্কে দিয়ে জনগণকে বিভ্রান্ত ও বিভক্ত করতে ষড়যন্ত্র-চক্রান্তমূলক নানা অপতৎপরতা চালিয়ে স্বীয় লক্ষ্য হাসিলে সচেষ্ট রয়েছে। আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বে সাম্রাজ্যবাদের দালাল ভারত সরকার ৫ আগষ্ট পরবর্তীতে স্বীয় স্বার্থ হাসিলে সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ষড়যন্ত্র-চক্রান্তের মাধ্যমে ভারতের শাসক শোষক গোষ্টি অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে সাম্রাজ্যবাদ ও তার দালালদের ষড়যন্ত্র-চক্রান্ত্রের বলি হয়ে চট্টগ্রামে এক জন আইনজীবীকে অকালে প্রাণ দিতে হয়েছে, দেশেও সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেওয়া হচ্ছে, প্রতিবেশি দেশের সাধারণ জনগণের সাথে এদেশের জনগণের বিরোধ সৃষ্টি করা হচ্ছে।
নেতৃবৃন্দ সাম্রাজ্যবাদ ও তার দালালদের এসকল অপতৎরপতার বিরুদ্ধে জনগণকে সজাগ ও সর্তক থেকে সাম্রাজ্যবাদী সকল ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন বিদ্যমান নয়াউপনিবেশিক আধাসামন্তবাদী সমাজ কাঠামো অক্ষুন্ন রেখে সাম্রাজ্যবাদের এক দালালের পরিবর্তে আরেক দালাল বা এক সাম্রাজ্যবাদের পরিবর্তে আরেক সাম্রাজ্যবাদের দালাল ক্ষমতাসীন হলেও জনগণের ভাগ্যের কোন মৌলিক পরিবর্তন হবে না। তাই সকল সাম্রাজ্যবাদ ও তার দালালদের বিরুদ্ধে শ্রমিক শ্রেণির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক সংগ্রামকে বেগবান করে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের সামগ্রিক মুক্তির লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হতে হবে।
( প্রেস বিজ্ঞপ্তি)