জাতীয়

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল সমাবেশ

অবিলম্বে নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে হোটেল সেক্টরের শ্রমিকদের জন্য বাজারদরের সাথে সংগতি রেখে মজুরি নির্ধারণ, নিয়োগপত্র-পরিচয়পত্র, সার্ভিস বুক, সাপ্তাহিক ছুটি প্রদানসহ শ্রম আইন বাস্তবায়ন দাবিতে ৯ ডিসেম্বর’২৪ বিকেল ৪টায় শাবিপ্রবি গেইট হতে শুরু হওয়া বিক্ষোভ তেমুখী পয়েন্টে গিয়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মো. ছাদেক মিয়া এবং সভা পরিচালনা করেন জালালাবাদ থানা কমিটির সাধারণ সম্পাদক মখলিছ মিয়া। সমাবেশে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রমজান আলী পটু,সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুনু মিয়া (সাগর), শাহপরান থানা কমিটির সহ-সভাপতি জালাল মিয়া, চন্ডীপুল আঞ্চলিক কমিটির সভাপতি মহিদুল ইসলাম, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমেদ ভূঁইয়া, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ শাহাবুদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির প্রচার ম্পাদক সুনু মিয়া।

নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলায় দীর্ঘদিন ধরে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মাধ্যমে হোটেল ও রেস্টুরেন্ট সেক্টরে শ্রম আইন কার্যকর করার দাবি জানালেও মালিকরা তা বাস্তবায়ন করছে না। বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ৫-ধারায় নিয়োগপত্র ও পরিচয়পত্র, ৬-ধারায় সার্ভিস বই, ২৬-ধারায় চাকুরীচ্যূতি জনিত ৪ মাসের নোটিশ পে, ১০৩-ধারায় সপ্তাহে দেড়দিন সাপ্তাহিক ছুটি, ১০৮-ধারায় দৈনিক ৮ ঘন্টা সপ্তাহে ৪৮ ঘন্টা কাজ এবং অতিরিক্ত কাজের জন্য দ্বিগুণ মজুরি প্রদান, ১১৫-ধারায় বছরে ১০ দিন নৈমিত্তিক ছুটি, ১১৬-ধারায় ১৪ দিন অসুস্থতাজনিত ছুটি, ১১৭-ধারায় প্রতি ১৮ দিন কাজের জন্য ১ দিন অর্জিত ছুটি, ১১৮-ধারায় ১১ দিন উৎসব ছুটি প্রদানের আইন থাকলেও হোটেল শ্রমিকদেরকে এই সকল আইনগত অধিকার হতে বঞ্চিত করা হচ্ছে।

আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হওয়ার পরপরই হোটেল সেক্টরের একমাত্র সক্রিয় ফেডারেশন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব মহোদয় বরাবর পত্র প্রেরণ করে বর্তমান বাজারদরের সাথে সঙ্গতিরেখে হোটেল সেক্টরে নিম্নতম মজুরির দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি