সীমান্তে কোটি টাকার ভারতীয় জিরা, চিনি ও ফেনসিডিল জব্দ
শেরপুর প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী, হালুয়াঘাট ও ধোবাউরা এলাকায় বিজিবি গত দুই দিনে পৃথক অভিযানে এক কোটি ২৬ লাখ ৭১ হাজার তিনশত টাকা মূল্যের ভারতীয় জিরা, চিনি ও ফেনসিডিল জব্দ করেছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর আওতাধীন শেরপুরের নালিতাবাড়ী রামচন্দ্রকুড়া, হালুয়াঘাটের আইলাতলী, বান্দরকাটা, ধোবাউরার ঘোষগাঁও বিওপি’র বিজিবি টহল দল এসব পণ্য ও ফেনসিডিল জব্দ করে।
মঙ্গলবার গভীর রাতে বিজিবি অধিনায়কের নেতৃত্বে আইলাতলীর বিওপি রাংরাপাড়া সীমান্ত এলাকা থেকে একটি কার্ভাডভ্যান ভর্তি ৩৮৪০ কেজি ভারতীয় জিরা, সোমবার বান্দরকাটার বেলতলী থেকে ২টি সাইকেল, ১৮০ কেজি চিনি, ঘোষগাঁও চন্দ্রকোনা থেকে ৯০ কেজি চিনি এবং রামচন্দ্রকুড়ার পানিহাটা থেকে ২২ বোতল ফেনসিডিল জব্দ করে।
জানা গেছে, চোরাকারবারীরা অভিনব কায়দায় এসব ভারতীয় জিরা, চিনি ও ফেনসিডিল পাচারের চেষ্টা করছিলো।
এ সময় এই চারটি বিওপি’র বিজিবি’র টহল দল পৃথক অভিযান পরিচালনা করে।
জবাদকৃত এসব ভারতীয় মালামালের মূল্য এক কোটি ২৬ লাখ ৭১ হাজার তিনশত টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।