স্মার্ট ত্রিশাল গড়তে চান রুহুল আমিন মাদানী এমপি
ত্রিশাল প্রতিনিধি: আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সারা দেশের ন্যায় ত্রিশাল উপজেলাকেও স্মার্ট ত্রিশাল হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে নৌকার মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এমপি।
তিনি বলেন, আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করলে এলাকা ও ইউনিয়ন ভিত্তিক নেতৃবৃন্দকে পূর্বের ন্যায় সাথে নিয়ে এবং তাদের মতামতের ভিত্তিতে ত্রিশালকে আরো উন্নয়নের শিকরে অধিষ্ঠিত করব ইনশাআল্লাহ।
অতীতে আরো দুইবার সংসদ সদস্য নির্বাচিত করায় ভোটার ও দলীয় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আপনাদের দেওয়া আমানতের মাধ্যমে ত্রিশাল উপজেলায় গত পাঁচ বছরে রেকর্ড পরিমান উন্নয়ন হয়েছে।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ সদস্য নির্বাচনে অতীতের মত এবারেও আপনারা ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ত্রিশালের আসনটি উপহার দিবেন বলে আমি বিশ্বাস করি।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ত্রিশাল উপজেলার ১০নং মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মঠবাড়ী কলেজ মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
রুহুল আমিন মাদানী সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করার আহবান জানান।
১০নং মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শামছদ্দিন মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব নবী নেওয়াজ সরকার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জিয়াউল হক সবুজ, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য এড. জালাল উদ্দিন খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, মঠবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মন্ডল প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মঠবাড়ী ইউনিয়ন লীগের সাধারণ সম্পাদক বাবু গৌরাঙ্গ কুমার সাহা।