অন্যান্যঅর্থনীতিজাতীয়

হতাশাগ্রস্থ যুবকের আত্মহত্যা

সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে এলজিইডি বিভাগে কর্মরত এডিবি বন্যা সহায়তা প্রকল্পের আপতায় কার্যসহকারী এক যবকের আত্ম হত্যার খবর পাওয়া গেছে। চট্টগ্টাম রেলওয়ে ষ্টেশন থেকে ছেড়ে আসা ৩৭ আপ ট্টেনের নীচে ঝাপ দিয়ে হতাশাগ্রস্থ যুবক সানোয়ার (৩৫) আত্ম হত্যা করে। ঘটনাটি সরিষাবাড়ী রেলওয়ে ষ্টেশনের নিকটবর্তী এলাকায় বৃহস্পতিবার ১০:৫০ ঘটিকার সময় বলে জানা যায়

সরিষাবাড়ী এলজিইডি অফিস সুত্রে জানা যায়, নীলফামারী জেলার সৈয়দপুর পৌর সভাস্থিত জামিলা লােন নয়াটুলা গ্রামের আব্দুল হামিদ ও মাতা নূরজাহান খাতুনের ছেলে সানোয়ার হোসেন গত ২৫ ফেব্রুয়ারী বদলী হয়ে সরিষাবাড়ী এলজিইডি অফিসে কার্য সহকারী হিসেবে যোগদান করেন। গত কয়েক মাস আগে সানোয়ার তার নিজ এলাকায় বিবাহ বন্ধনে আবব্ধ হয়ে নবাগত স্ত্রীকে নিয়ে কিছুদিন সরিষাবাড়ীতেই ভাড়া বাসায় দিন যাপন করে। গত কিছু দিন আগে তার স্ত্রী এলাকায় চলে যায়। তাদের সংসারে অর্থনৈতিক টানাপুড়েন চলছিল। মাঝে মধ্যেই তাকে হতাশাগ্রস্থ দেখা যেতো। কাহারো সাথে সে বেশী কথা বলতো না। ২৪ জানুয়ারী সে অফিসেও যায়নি। জনশ্রুতি রয়েছে সানোয়ারের স্ত্রী ইতি মধ্যেই তাকে তালাক দিয়েছে। হতাশাগ্রস্থ সানোয়ার ২৪ জানুয়ারী সকাল ১০:৫০ ঘটিকার দিকে সরিষাবাড়ী রেলওয়ে ষ্টেশনের অদূরে উত্তর পাশে ৩৭ আপ ট্রেনোর নীচে ঝাপ দিয়ে আত্ম হত্যা করে। মুহুর্তেই এ খবর ছড়িয়ে পড়লে কর্মরত এলজিইডি কর্মকতা কর্মচারীগণ ছুটে যান নিহতের লাশ দেখতে। রেলওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধা পূর্বক সুত হাল রিপোর্ট করে যথাযথ কর্তপক্ষের মাধ্যমে জামালপুর হাসপাতাল মর্গে পাঠান।

এ বিষয়ে সরিষাবাড়ী রেওয়ে ফাঁড়ির ইনচার্জ এএসআই আশিষ সকালের সময়কে বলেন ১০:৫০ সময় ৩৭ আপ ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে যথাযথ কর্তৃ পক্ষের মাধ্যমে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী এলজিইডি প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, সে আজ বৃহস্পতিবার অফিসে ই আসেনি।শুনেছি তার পারিবারিক নানা সমস্যা রয়েছে। পারিবারিক কারণে হতাশাগ্রস্থ থেকেই হয়তো এমনটি করতে পারে।