হালুয়াঘাটে আমদানি রপ্তানিকারক গ্রুপের মহাসচিবকে মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোঃ বাবুল হোসেন: হালুয়াঘাটে আমদানি রপ্তানিকারক গ্রুপের মহাসচিবকে মারধর, প্রাননাশের হুমকী ও উনার পরিধানের জামা ছিঁড়ে ফেলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার সকালে হোটেল ইমেক্স ইন্টারন্যাশনাল হলরুমে হালুয়াঘাটের আমদানি রপ্তানি কারক গ্রুপের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন আমদানি রপ্তানি কারক গ্রপের সদস্য ও গোবরাকুড়া সিএন্ডএফ এসোসিয়েশনের এর সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর ইসলাম পাপ্পু।
লিখিত বক্তব্যে পাপ্পু বলেন, হালুয়াঘাটে “গোবরাকুড়া-কড়ইতলী” স্থল বন্দরে দীর্ঘদিন নিয়মিত কয়লা আমদানী বন্ধ থাকায় ভারত থেকে আগত কয়লা রপ্তানীকারক নেতৃবৃন্দের সাথে বিগত ১৬ নভেম্ব দুপুরে কয়লা ব্যবসা চালু করার লক্ষে্ হোটেল ইমেক্সে আমদানীকারক নেতৃবৃন্দের সাথে একযৌথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন আমদানী ও রপ্তানী কারক গ্রুপের কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। যৌথ সভা শেষে উপদেষ্টাকে বিদায় দেওয়ার উদ্দেশ্যে আমদানী ও রপ্তানীকারক গ্রুপের মহাসচিব অশোক সরকার অপু হোটেল ইমেক্সের সামনে রাস্তায় যান। সেখানে হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদ ও বিশিষ্ট কয়লা ব্যবসায়ী বিল্লাল হোসেন কোন কারণ ছাড়াই অপুর পথরোধ করে অশ্লিল ভাষায় সাম্প্রদায়িক গালিগালাজ করে। মহাসচিব তাদের গালিগালাজ করতে নিষেধ করলে, নাদিম আহম্মেদ ও বিল্লাল হোসেন মহাসচিবকে মারধর করে এবং উনার পোশাক ছিঁড়ে ফেলে। ঘটনা দেখে আশে পাশের লোকজন আগাইয়া আসলে নাদিম আহম্মেদ ও বিল্লাল হোসেন গ্রুপের মহাসচিবকে প্রাননাশের হুমকী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় আমদানী ও রপ্তানীকারক গ্রুপের সকল সদস্যবৃন্দ খুবই মর্মাহত হয়। মহাসচিব একজন বয়োজ্যেষ্ঠ অবসর প্রাপ্ত কলেজ শিক্ষক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রপ্তানীকারক গ্রুপের মহাসচিব অশোক সরকার অপু উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের শাস্তির দাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন আমদানী ও রপ্তানীকারক গ্রুপের মহাসচিব অশোক সরকার অপু, আমদানি রপ্তানিকারক গ্রুপের সহসভাপতি আলহাজ্ব আঃ রহিম, সদস্য আলিমুল ইসলাম আলিম, হাজী দুলাল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন লিমন প্রমূখ।