জাতীয়রাজনীতি

হাসপাতাল পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার সোমবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় উপদেষ্টা ডেঙ্গু ওয়ার্ড এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য গঠিত ওয়ার্ড পরিদর্শন করেন এবং আহতদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এর মধ্যে
হেমোরেজিক ডেঙ্গুজ্বরে ভর্তিকৃত রোগী তুলনামূলক কম। বর্তমানে ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন যার মধ্যে ১১জন পুরুষ আর ২ জন মহিলা। ডেঙ্গু রোগের প্রতিকারে তিনি বলেন, আমাদের চারপাশে মশার উপদ্রব যাতে না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে। মশারী টানানো জরুরি।

প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়। আর ছাত্র আন্দোলনে আহত মোট ১৭ জন রোগী এই মুহুর্তে চিকিৎসাধীন আছেন, শুরুতে ছিল ৩০ জনের মতো। আহত এ রোগীগুলো পার্শ্ববর্তী জেলা শেরপুর, জামালপুর, নেত্রকোনা, গাজীপুর থেকে আহত হয়ে এখানে সেবা নিচ্ছেন। উপদেষ্টাকে রোগীদের আহত হওয়ার ঘটনা, প্রতিক্রিয়া ও ডাক্তারদের আপ্রাণ চেষ্টার বিষয়ে অবগত করা হয়। এ সময় তিনি ডাক্তারদের আরো নিবিড়ভাবে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আহ্বান জানান।

এ সময় অত্র হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফেরদৌস, উপপরিচালক ড: মো: জাকিউল ইসলাম, জেলা প্রশাসক মুফিদুল আলম, সিভিল সার্জন মো: নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।