অন্যান্যঅর্থনীতিজাতীয়রাজনীতিশিক্ষা ও সংস্কৃতি

হোসেনপুরে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর আর্দশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোছলেহ উদ্দিন খানের বিরুদ্ধে নানা অনিয়ম,অপকর্ম ও দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুর ১২ টার দিকে শিক্ষার্থীরা জড়ো হয়ে ঘণ্টাব্যাপী কলেজ ক্যাম্পাসের ভেতরে এ বিক্ষোভ মিছিল করেন।

এ সময় শিক্ষার্থীদের ‘দফা এক দাবি এক, অধ্যক্ষ মোছলেহ উদ্দিন খানের পদত্যাগ’এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রতিষ্ঠান প্রাঙ্গণ। এ সময় বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা সংক্ষিপ্ত বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই অধ্যক্ষ কলেজ থেকে স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

তারা আরও জানান, মোছলেহ উদ্দিন খানের নেতৃত্বে কলেজের প্রশাসনে দুর্নীতি ও স্বজনপ্রীতির সংস্কৃতি জেঁকে বসেছে, যা শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। অভিযোগ ওঠার পর তিনি পলাতক হন। যদি প্রশাসন যথাযথ ব্যবস্থা না নেয়, তবে তারা তীব্র আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।

এ বিষয়ে অধ্যক্ষ মো. মোছলেহ উদ্দিন খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেস্টা করে তাকে পাওয়া যায়নি।