হোসেনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ,ধাওয়া-পাল্টা ধাওয়া
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:কিশোরগঞ্জের হোসেনপুর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থেমে থেমে ২ গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টা থেকে শুরু হয়ে থেমে থেমে ৫ টা পর্যন্ত সংর্ঘষ চলে। বর্তমানে এ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
জানা যায়,গত ৭ নভেম্বর তারিখে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাং এর সদস্যরা হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুলের ভোকেশনাল শাখার দশম শ্রেণীর শিক্ষার্থী তাহসান হোসেন পূণ্যকে (১৫) বিদ্যালয়ে ঢুকে কুপিয়ে জখম করে। এতে আঞ্চলিকতায় বিভক্তির সৃষ্টি হয়। সে থেকে পৌর এলাকার দ্বিপেশ্বর ও সিদলা এলাকার চর বিশ্বনাথপুর এ দু অংশের মধ্যে বিভক্তির সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় প্রায়ই পৌর এলাকায় ঊভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। গত ১ ডিসেম্বর দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর পর আরও একবার দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এরই ধারাবাহিকতায় আজকেও দু গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক সময়ে হোসেনপুর বাজার রণক্ষেত্রে রুপ নেয়। ফলে ওই সময়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র রামদাসহ বিভিন্ন অস্ত্রের সাথে ইট পাটকেল নিযে সংর্ঘষে লিপ্ত হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত এক মাস যাবৎ হোসেনপুরে কয়েকদিন পর পর দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে। পুলিশও ব্যর্থ হচ্ছে। এতে ব্যবসায়ীরা বিপাকে ও অনিরাপত্তায় রয়েছেন।
হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন জানান, বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।