অন্যান্য

হোসেনপুরে বিআরডিবির বার্ষিক সভা অনুষ্ঠিত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) আয়োাজিত ৩৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হামিম রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান,উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জল হোসাইন,উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোর্শেদ মৃধা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক প্রমূখ।