জাতীয়

হোসেনপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:কিশোরগঞ্জের হোসেনপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ) বিকালে উপজেলা পরিষদ হলরুমে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ-আল-সোহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: তানভীর হাসান জিকো, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: জহিরুল ইসলাম মবিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মনিরুল হক রাজন , শফিকুল ইসলাম কাঞ্চন, পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস, জেলা কৃষকদলের আহবায়ক এ্যাডভোকেট মাজাহারুল ইসলাম, সাবেক মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসিম সবুজ, মো: শফিকুল ইসলাম হিমেল, হাফেজ কারিমুল্লাহ, মোস্তাক আহমেদ রাব্বি প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।