হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র কাইয়ুম খোকন গ্রেফতার
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ সাবেক সদস্য মো. আব্দুল কাইয়ুম খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা সদরের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার মো. আব্দুল কাইয়ুম খোকন জেলার হোসেনপুর উপজেলা সদরের আড়াইবাড়িয়া এলাকার মৃত কেরামত আলী ব্যাপারীর ছেলে।
তিনি হোসেনপুর পৌরসভার দুইবার মেয়র নির্বাচিত হন এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে মো. আব্দুল কাইয়ুম খোকনকে গ্রেফতার করা হয়েছে।