৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান
পূর্ব এশিয়ায় অবস্থিত তাইওয়ানের পূর্ব উপকূলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় গতকাল রোববার সকালে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ভূতত্ত্ব বিষয়ক সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সস (জিএফজেড)। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আবহাওয়া ব্যুরো জানিয়েছে, তাইওয়ানের তাইতুং কাউন্টি থেকে ১৬.৫ কিলোমিটার গভীর সমুদ্রে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
বিবৃতিতে বলা হয়েছে, মোটামুটি সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। তবে রাজধানী তাইপেতে এর কম্পন অনুভূত হয়নি। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। এর আগে গত ২৪ অক্টোবর তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সমুদ্রে। তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টি হলের প্রায় ১২০ কিলোমিটার পূর্বে পৌনে ছয় কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এছাড়া, তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত। যার কারণে তাইওয়ান ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত।
এফএনএস
Muchas gracias. ?Como puedo iniciar sesion?