জাতীয়

৮ম দিনের কর্ম বিরতির পর ময়মনসিংহে লোকাল ট্রেন চালু

স্টাফ রিপোর্টারঃ ৮ দিন বন্ধ থাকার পর ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে লোকাল ট্রেন চলাচল শুরু করেছে। ট্রেন পরিচালনায় টিটি, গার্ডসহ জনবল সংকটে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে লোকাল (মেইল) ট্রেন চলাচল আটদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে।গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে ময়মনসিংহ থেকে গৌরীপুর হয়ে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর-দেওয়ানগঞ্জে ট্রেন চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কর্মবিরতি প্রত্যাহার করায় ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি নিরসন হয়েছে। ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন স্থানীয় চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। তাঁরা বলছেন, ৮ দিন ধরে লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তাঁরা। এখন ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন।

এর আগে গত ২ ডিসেম্বর থেকে দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের মতো ময়মনসিংহেও কর্মবিরতি শুরু হয়। লোকাল ট্রেনগুলোর চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের যাত্রীরা।