ময়মনসিংহে গণতান্ত্রিক মহিলা সমিতির কর্মিসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: নারী মুক্তি, সমঅধিকার ও প্রচলিত ব্যবস্থা উচ্ছেদ করতে সংগঠন সংগ্রাম অগ্রসর করার আহবান জানিয়েছে গণতান্ত্রিক মহিলা সমিতি। এ লক্ষ্যে দেশব্যাপী সংগঠনকে সুসংহত করার আহবার জানিয়েছেন মহিলা সমিতির নেতৃবৃন্দ। গণতান্ত্রিক মহিলা সমিতি,ময়মনসিংহ জেলার এক কর্মি সভায় এ আহবান জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
২৫ মে বিকাল ৫ ঘটিকায় ময়মনসিংহ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের কার্যালয় মাসকান্দা বাসটার্মিনালে কর্মি সভা অনুষ্ঠিত হয়। বাবলী আকন্দের সভাপতিত্বে কর্মিসভায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক জিনাত রেহেনা এবং রহিমা জামাল । এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সভাপতি মাহতাব হোসেন আরজু, সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি এডভোকেট হারুন-অর-রশিদ,ময়মনসিংহ বিদ্যা নিকেতনের ভাইস প্রিন্সিপাল হোসনে আরা মিশু, নারী নেত্রী সুরাইয়া ইয়াসমিন রিতু, রুমা আলী এবং এডভোকেট শিবানী পাল। কর্মিসভা পরিচালনা করেন সাংবাদিক নেত্রী লিমা আক্তার।
কর্মিসভায় জেলা সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে বাবলী আকন্দকে আহবায়ক ও হোসনে আরা খাতুন মিশুকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।